করোনায় ইন্তেকাল করলেন অধ্যাপক ডা. শামসুজ্জামান

0 121
অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) পরিচালক ছিলেন।

আজ শনিবার (২৪ এপ্রিল) সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা নগরে এনআইএলএমআরসিতে তার মরদেহ নেওয়া হবে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

জানা যায়, গত ৮ এপ্রিল অধ্যাপক ডা. একেএম শামসুজ্জামান খান তুষারের করোনা শনাক্ত হয়। ১০ এপ্রিল শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভারে ভর্তি হন তিনি। সেদিন তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে তিন দিন লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Leave A Reply

Your email address will not be published.