বাঁশখালীতে ৫ শ্রমকি নিহতের ঘটনায় দোষীদরে শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

0 124

দক্ষিণ চট্টগ্রামরে বাঁশখালী কয়লা বদ্যিুৎ কন্দ্রেে ৫ শ্রমকি নিহতরে ঘটনায় প্রকৃত দোষীদরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৯ এপ্রিল) দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে বাংলাদশে লেবার ফেডারশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখনে দূর্নীতি বিরোধী সংগ্রাম পরষিদ চেয়ারম্যান আব্দুল মান্নান, সংগঠনরে মহানগর সভাপতি আনোয়ার হোসনে, সিদ্দিকুল ইসলামসহ ফেডারশনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা দ্রুত বিদ্যুৎ কেন্দ্রের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত রিপোর্ট জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ অংশ নেন।

উল্লেখ্য যে, গত ১৭ এপ্রলি সকালে গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সাথে শ্রমিকদের সংর্ঘষে ৫ জন নিহত হন। আহত হয়ছেনে প্রায় ৩০ জন।

এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থকেে আলাদা ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়রে করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.