আরও এক সপ্তাহ বেড়েছে সর্বাত্মক লকডাউন

0 122

দেশে করোনা পরিস্থিতিতে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় আজ সোমবার (১৯ এপ্রিল) সকালে এ সিদ্ধান্ত হয়।

করোনায় দেশে চলমান লকডাউন ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে ২১ তারিখ পর্যন্ত চলার কথা থাকলেও। শেষ হওয়ার দুদিন আগেই জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ আমলে নিয়ে আজ সোমবার (১৯ এপ্রিল) লকডাউন আরো একসপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত  করার সিদ্ধান্ত নেয় সরকার।

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরো এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা করছে। জীবন ও জীবীকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা-ভাবনা করছে। তবে পরিস্থিতি বিবেচনা ও পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.