দ্রব্যমূলোর চরম ঊর্ধ্বগতিতে ইসলামী ফ্রন্টের মানববন্ধন

0 182

 

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলোর চরম ঊর্ধ্বগতি ও গণপরিবহণে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের মানববন্ধন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য লাগামহীন, গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে ৮ এপ্রিল, বৃহস্পতিবার নগরী চাকতাই- খাতুনগঞ্জ মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নেজামীর সভাপতিত্বে নির্বাহী সদস্য  কে.এম. নুর উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, উত্তরের আহবায়ক কমিটির সদস্য মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, আবদুল করিম সেলিম, ছাত্রসেনা মহানগর দক্ষিণের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নূর রায়হান চৌধুরী।

নেতৃবৃন্দ বলেন, একদিকে করোনা মহামারি অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের চরম ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা যেখানে সাধারণ জনগণ লকডাউনের কবলে পড়ে নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম সেখানে বাণিজ্যিক সিন্ডিকেট নতুন ভাইরাসের জন্ম দিচ্ছে। অনতিবিলম্বে সিন্ডিকেটকারীদের আইনের আওতায় আনার জোরদাবী জানান। অন্যদিকে কারণ ছাড়াই গণপরিবহনে ভাড়া বৃদ্ধি, যা স্বাস্থ্যবিধি নিশ্চিত না করে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেন নেতৃবৃন্দ।  প্রেস বিজ্ঞপ্তি

 

 

Leave A Reply

Your email address will not be published.