রাতেই হতে পারে কালবৈশাখী

0 146

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে রাতে কালবৈশাখী আঘাত হানতে পারে। উপকুলীয় এলাকার নদী বন্দরকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে সতর্ক থাকতে বলা হয়েছে এসব এলাকার জনসাধারনকে।

বুধবার (৩১ মার্চ) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দেশের নদীবন্দরকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি হতে পারে।

দেশের একাধিক এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

Leave A Reply

Your email address will not be published.