করোনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

0 130
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, অর্ধেক জনবল নিয়ে সরকারি অফিস পরিচালনার বিষয়টি আগামী দু-একদিনের মধ্যে পুরোপুরি নিশ্চিত হবে।

বুধবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ও ইতোমধ্যে নির্দেশনা বাস্তবায়ন করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে বার্তা পাঠিয়েছি। অধিকাংশ মন্ত্রণালয় নির্দেশনা বাস্তবায়ন করেছে। আশা করি দু-এক দিনের মধ্যে পুরোপুরি কার্যকর হবে। হঠাৎ নতুন নির্দেশনা আসায় কেউ কেউ হয়তো ৭০ শতাংশ বাস্তবায়নে সক্ষম হয়েছে।

ফরহাদ হোসেন বলেন, ডিউটি রোস্টার ভাগ করে দেয়া হবে এবং দ্রুত সেটা করতে যাচ্ছি। আমরা যে ডিউটি রোস্টার করব সেই অনুযায়ী হয়তো কাউকে কাউকে তিন দিন অফিসে থাকতে হবে, দু-দিন বাসায় থেকে কাজ করবে। পরের সপ্তাহে আবার যারা বাসায় ছিলেন তারা অফিস করবেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা এখন ওয়েল ইকুইপড, ডিভাইসগুলো কীভাবে ব্যবহার করতে হয় জানি। একটি বছর বাসা থেকে সফলভাবে অফিস পরিচালনা করেছি। আশা করছি অর্ধেক জনবল দিয়ে অফিস করার ক্ষেত্রে কাজে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

Leave A Reply

Your email address will not be published.