ঢাকার রাস্তা ফাঁকা, নেই গণপরিবহন

0 136
ফাঁকা রাজধানী

ইসলামী দলগুলোর বিক্ষোভ, প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচি চলছে রাজধানী জুড়ে। এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা ফাঁকা হয়ে আছে। নেই গণপরিবহন।

রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচি ঘোষণার কারণে এই থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে গণপরিবহন নেই বললেই চলে। পাশাপাশি ব্যক্তিগত যানবাহন চলাচলেও পুলিশের কড়াকড়ি দেখা গেছে। আবার আগামীকালের হরতালের ঘোষণায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, মিরপুর-১০, মিরপুর-১, শ্যামলী, প্রগতি সরণী, মালিবাগ, পল্টন, মতিঝিল, গুলিস্তানসহ বিভিন্ন স্থানে বাস ও মিনিবাসের সংকট দেখা দেয়। ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ঢাকার বাইরেও তেমন যাত্রীবাহি বাস ছেড়ে যায়নি।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার বলেন, বিভিন্ন স্থানে ইসলামী দলগুলোর নানান কর্মসূচি ঘোষণার কারণে বাস চালকরা আতঙ্কে গাড়ি বন্ধ রেখেছেন।

এদিকে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আগামীকাল রোববার (২৮ মার্চ) হেফাজত ইসলামের ডাকা হরতালে ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস মিনিবাস চলাচল করবে।

Leave A Reply

Your email address will not be published.