চট্টগ্রামে কসমিক স্পোর্টস আ্যন্ড হেলথ ক্লাবের ম্যারাথন

0 122
চট্টগ্রামে কসমিক স্পোর্টস আ্যন্ড হেলথ ক্লাবের ম্যারাথন সম্পন্ন।

মানুষকে স্বাস্থ্য সচেতনতায় উৎসাহী করার লক্ষ্যে কসমিক স্পোর্টস আ্যন্ড হেলথ ক্লাবের উদ্যোগে এবং কসমিক স্পোর্টস আ্যন্ড হেলথ ক্লাবের ফিটনেস ইনস্ট্রাক্টর মোহাম্মদ ইমদাদুল ফারহান বাপ্পির সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি চট্টগ্রামে মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের সিআরবি থেকে শুরু হয়ে রেডিসন ব্লু, লালখান বাজার মোড়, টাইগার পাস মোড় হয়ে পুনরায় সিআরবি এসে শেষ হয় তিন রাউন্ডের ৭.৫ কিলোমিটারের ম্যারাথন দৌড়। শতাধিক প্রতিযোগী ম্যারাথন ইভেন্টে অংশগ্রহণ করেছেন।

ম্যারাথনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম প্রবীণ রানার ও দেশে-বিদেশে ৫০টিরও বেশি ম্যারাথনে অংশগ্রহণকারী ৬৯ বছর বয়স্ক নৃপেন চৌধুরী।

কমিউনিটি পার্টনার হিসেবে চট্টলা রানার্স ও স্বেচ্ছাসেবী পার্টনার হিসেবে এফএনএফ রাইডার্স ম্যারাথনে যুক্ত হয়েছিলেন।

কসমিক স্পোর্টস আ্যন্ড হেলথ ক্লাবের প্রতিষ্ঠাতা মেজর (অব.) মুনিরুদ্দীন হাসান স্বাস্থ্যসচেতনতামূলক ম্যারাথন ইভেন্টে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.