ফের বাড়ছে ৪৩ তম বিসিএসের আবেদনের সময়

0 136

তৃতীয়বারের মতো কত দিন বাড়ানো হবে তা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বৈঠকে ঠিক করা হবে। শিক্ষামন্ত্রীর ঘোষণার পর ফের বাড়ছে ৪৩ তম বিসিএসের আবেদনের সময়।

জানা গেছে, ৪৩ তম বিসিএসের আবেদনে সময় বাড়িয়েছে ৩১ মার্চ করা হয়। এরমধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর আগামী ২৪ মে সশরীরে ক্লাস পরীক্ষা হবে এমন ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী জানান, এর সঙ্গে চলমান বিসিএসের আবেদনের সময় বাড়ানো হবে। মন্ত্রীর আহ্বানের পর বিষয়টি গুরুত্ব দিয়ে পিএসসি আবেদনের সময় ফের বাড়াতে যাচ্ছে।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে তাই এটা পেছানো কোনো সুযোগ নেই। তাছাড়া এগুলো অনেক আগের বিসিএস। ৪১ ও ৪২তম বিসিএসের আবেদনপত্র নেওয়ার শেষ। প্রিলিমিনারি পরীক্ষা তারিখ ঘোষণা করা হয়েছে। এখানে নতুন করে যেহেতু আবেদন নেওয়ার সুযোগ নেই তাই এগুলো পেছানোর কোনো সুযোগ নেই।

করোনা মহামারির বিবেচনায় পরীক্ষার্থীদের কথা চিন্তা করেই ফের বাড়ানো হবে ৪৩ তম বিসিএসের আবেদনের সময়। সংশ্লিষ্টরা বলেন, এতে আবেনকারীরা ভালোভাবে প্রস্তুতির সুযোগ পাবে।

Leave A Reply

Your email address will not be published.