উৎসাহ উৎকণ্ঠার মধ্য দিয়ে প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

0 132

আজ শনিবার ৩০ জানুয়ারি বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে পরীক্ষা ছাড়াই প্রকাশ হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল।

চলতি সময়ে করোনা পরিস্থিতির জন্যে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষা নেয়ার পরিবর্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত দেয় শিক্ষা মন্ত্রণালয়। তার ধারাবাহিকতায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেই  এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষিত হলো আজ।

গেল বছরের ২৫ নভেম্বর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এইচএসসির ফলাফল নিয়ে বিশেষজ্ঞরা তাদের সিদ্ধান্ত  ও বিভিন্ন পরামর্শ জানিয়েছেন। শিক্ষাবিদরা জানান, এসএসসি ও জেএসসির রেজাল্ট নিয়েই এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এসএসসির ফলের ৭৫ শতাংশ এবং জেএসসির ২৫ শতাংশ গুরুত্ব দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এই পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসনে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করতে ২৪ জানুয়ারি আইন পাস করা হয় জাতীয় সংসদে। করোনাকালে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে উত্থাপিত আইনগুলো পাস করা হয়।

এই ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মনে রয়েছে নানান উৎসাহ ও উৎকণ্ঠা। গেল বছর করোনা মহামারির কারণে বন্ধ ছিলো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এতে ক্লাস ও পরীক্ষা কোনটিই নেওয়া সম্ভব হয়নি। অবশেষে সব শঙ্কা ও জটিলতা কাটিয়ে মহামারি আতঙ্কে গত বছরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হলো আজ।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করোনা পরিস্থিতি বিবেচনায় অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে। কোন পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার ফলাফল পাঠানো হবে না। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের জমায়েত না হওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই এসএমএস-এর মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে। এছাড়া, টেলিটক বা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে এই কাঙ্খিত ফলাফল।

Leave A Reply

Your email address will not be published.