নোবেল বিজয়ী আমেরিকান গায়ক বব ডিলানের কাগজপত্র নিলামে ৪ লক্ষ ৯৫ হাজার ডলারে বিক্রি

0 186

বিনোদন সংবাদ: নোবেল বিজয়ী আমেরিকান গায়ক যিনি বিশ্বে প্রথম গীতিকার যিনি সাহিত্যে নোবেল পেয়েছেন। বব ডিলানের বেশ কিছু কাগজপত্র নিলামে বিক্রি করা হয়েছে। এর মাঝে আছে অপ্রকাশিত গানের কথা। ৪ লক্ষ ৯৫ হাজার ডলারে বিক্রি হয়েছে এই কাগজগুলো।

বোস্টন নির্ভর আর আর অকশন জানিয়েছে, শুক্রবার বব ডিলানের এই কাগজগুলো নিলামে তোলেন আমেরিকার ব্লুজ শিল্পী টনি গ্লোভার। তিনি ডিলানের দীর্ঘদিনের বন্ধু। এই কাগজগুলোর সিংহভাগ যিনি কিনে নিয়েছেন তিনি নাম প্রকাশ করতে চাননি।

এই কাগজগুলোর মাঝে আছে ডিলানের সাক্ষাতকার, চিঠি, বারবারা স্ট্রেইস্যান্ডের জন্য লেখা ‘লে লেডি লে’, উডি গাথরির সঙ্গে দেখা হওয়ার পর লেখা গানের কথা যা কখনই প্রকাশ পায়নি আগে।

পপ, রক এন রোল গানের জগতের বিশ্বজয়ী গায়ক বব ডিলান একাধারে সঙ্গীতশিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত রচয়িতা ও গীতিকাব্য রচয়িতা। ২০১৬ সালে সাহিত্যের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি।

ডেস্ক নিউজ…

Leave A Reply

Your email address will not be published.