save the children visited jsus
সেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) কর্তৃক বাস্তবায়িত সরকারের সেকেন্ড চান্স এডুকেশন প্রকল্পের আওতায় আশার আলো শিশু শিখন বলুয়ারদিঘীর পূর্বপাড়স্থ কোরবানীগঞ্জ ও ব্রিকফিল্ড রোড ,পাথরঘাটাস্থ দুইটি লারনিং সেন্টার পরিদর্শন করেন সেইভ দ্যা চিলড্রেনের প্রতিনিধি দল। সেকেন্ড চান্স এডুকেশন প্রকল্পটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও ব্র্যাক এর সহায়তায় যুগান্তর সমাজউন্নয়ন সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ২, ৩, ৭, ১৭,১৮, ১৯, ২০,৩৩, ও ৩৪ নং ওর্য়াডে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে।

পরিদর্শন কালিন সময় শিক্ষকের পাঠদানের কৌশল, পদ্ধতি, ও শিশুদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় শিশুরা বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের মধ্যেমে তাদের প্রতিভা গুলি তুলে ধরার চেষ্টা করেন। এ সময় প্রতিনিধি দল শিশুদের অগ্রগতি দেখে প্রশংসা ও প্রকল্পের সফলতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজার সেভ দ্যা চিলড্রেন সাকিনা খানম, প্রকল্প পরিচালক ডেপুটি ম্যানেজার আশরাফুল আলম, ব্র্যাক এসসিই প্রকল্প ম্যানেজার মাহাবুব আলম, সংস্থার র্নিবাহী পরিচালক ইয়াসমিন পারভীন, সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টা সাঈদুল আরেফীন, জেএসইউএস প্রোগ্রাম ম্যানেজার মুনজিলুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার (সামাজিক উন্নয়ন) পিযুষ দাশ গুপ্ত প্রমুখ।

মন্তব্য করুন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন