কসোভোয় ন্যাটো সেনাদের ওপর জাতিগত সার্বিয়ানদের হামলা

0 159

অনলাইন ডেস্ক:

কসোভোর উত্তরে সার্ব সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে জাতিগত হামলার শিকার হয়েছেন ন্যাটোর শান্তিরক্ষীরা। আলবেনিয়ান মেয়রদের দায়িত্ব নেওয়ার বিরুদ্ধে সার্বদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রায় ২৫ ন্যাটো শান্তিরক্ষী আহত হন। কসোভোতে ন্যাটো-নেতৃত্বাধীন শান্তিরক্ষা মিশন কেএফওআর এক বিবৃতিতে এই দাবি করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কেএফআর বলেছে, কোনো রকম উসকানি ছাড়াই ন্যাটোর শান্তিরক্ষীরা হামলার শিকার হয়েছেন। আহতরা ইতালীয় এবং হাঙ্গেরিয়ান কেএফআর কন্টিনজেন্টের সৈন্য।

সংস্থাটি আরও বলেছেন, আন্দোলনকারীদের ভিড়ের সব থেকে সক্রিয় এলাকা ঠেকাতে গিয়ে অযাচিত হামলায় আহত হন তারা। তাদের কারও চোট লেগেছে, কেউ কেউ ট্রমা ও আগুনে আহত হয়েছেন।

কেএফআর এই ঘটনায় নিন্দা জানিয়েছে। সংস্থাটির কমান্ডার অ্যাঞ্জেলো মিশেল রিস্তুচিয়া বলেছেন, ‘ন্যাটো ইউনিটের ওপর বিনা উসকানিতে হামলা অগ্রহণযোগ্য।’ একইসঙ্গে তিনি বলেন, ‘কেএফওর নিরপেক্ষভাবে তার কাজ চালিয়ে যাবে।’

Leave A Reply

Your email address will not be published.