ব্রিটেনে কাউন্সিলর হলেন ৭ বাংলাদেশি বংশোদ্ভূত

0 101

অনলাইন ডেস্ক:

সম্প্রতি ব্রিটেনের লন্ডনের পার্শ্ববর্তী শহর লুটন বারা কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত সাত কাউন্সিলর প্রার্থী জয়ী হয়েছেন। এদের মধ্যে ছয় জনই লেবার পার্টির থেকে নির্বাচিত হন। বাকি জন কনজারভেটিভ পার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।  খবর : লুটন টুডে

বৃহস্পতিবার (৪ মে) লুটন বারা কাউন্সিলে নির্বাচন হয়। এ প্রথমবারের মত লুটন বারা কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে রেকর্ড সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি প্রার্থী জয়ী হয়েছেন।

লেবার পার্টির জয়ী প্রার্থীরা হলেন বিচ হিল ওয়ার্ডে রুমি চৌধুরী (২১৫৮ ভোট), সেইন্ট ওয়ার্ডে শাহানারা নাসের (১৫২৫ ভোট), ও সায়মা হোসাইন (১৬৩০ ভোট), হাই টাউন ওয়ার্ডে উম্মে আলী (৭৮৩ভোট), সেন্ট্রল ওয়ার্ডে ফাতিমা বেগম (৬২৬ভোট), লুসি ওয়ার্ডে ইয়ারুন বেগম (৯১২ ভোট)। কনজারভেটিভ পার্টি থেকে ব্রামিংহাম ওয়ার্ডে আজিজ আম্বিয়া জয়ী হয়েছেন (১৪৬৩ ভোট)।ছবি : সংগৃহীত

লুটনে প্রায় ৫০ হাজার বাংলাদেশির বসবাস করেন। এবারের লুটন বারা কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ২১ জন প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে লেবার পার্টির ১১ জন, কনজারভেটিভ পার্টির ৩ জন, লিব ডেমের ২ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫ জন অংশগ্রহণ করেন। নির্বাচনী ফলাফলে এবারও লেবার পার্টির নিয়ন্ত্রণে থাকছে লুটন বারা কাউন্সিল।

Leave A Reply

Your email address will not be published.