পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ রাশিয়ার

0 124

অনলাইন ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে কয়েক দফায় ড্রোন হামলার চেষ্টা করেছে ইউক্রেন। বুধবার (৩ মে) রাশিয়ার পক্ষ থেকে এ অভিযোগ জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় সুস্থ রয়েছেন পুতিন। এছাড়া ক্রেমলিনের কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়নি। তবে ক্রেমলিন সতর্ক করেছে। জানিয়েছে, দেশটি প্রতিশোধ নেয়ার অধিকার রাখে এবং ইউক্রেনের এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে তারা।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ-এর খবর, ক্রেমলিন এই হামলাকে একটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিজয় দিবসকে সামনে রেখে প্রেসিডেন্ট হত্যার প্রচেষ্টা হিসেবে মূল্যায়ন করেছে।

এদিকে রাশিয়ায় ড্রোন হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেনীয় কর্তৃপক্ষ। আবার ক্রেমলিনও তাদের প্রতি হামলার কোনো প্রমাণ প্রদর্শন করেনি।

এর আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রাষ্ট্রীয় একটি কোম্পানিকে মিসাইল উৎপাদন দ্বিগুণ করার আহ্বান করেছেন। ইউক্রেনের সঙ্গে সংঘাতের কারণেই এ আহ্বান জানান প্রতিরক্ষামন্ত্রী।

মঙ্গলবার তিনি শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ট্যাকটিক্যাল মিসাইল করপোরেশন সময়মত তাদের চুক্তি পূরণ করেছে। তবে এই মুহূর্তে কম সময়ের মধ্যে উচ্চ ও নির্ভুল অস্ত্রের উৎপাদন দ্বিগুণ করা দরকার।

Leave A Reply

Your email address will not be published.