বরখাস্তকৃত কাউন্সিলর সাঈদের জামিন বাতিল চায় দুদক

0 129

অনলাইন ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর এবং হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুদক।

রোববার (৩০ এপ্রিল) সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে এ আবেদন করে দুদক। দুদক আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ৬ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আখতারুজ্জামান মমিনুল হক সাঈদের জামিন মঞ্জুর করেন।

কাসিনো সাঈদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করলে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ তার জামিন মঞ্জুর করেছিলেন।

গত বছরের ১৭ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আতিউর রহমান সরকার সাঈদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

সাঈদের বিরুদ্ধে ২০১৯ সালের ২০ নভেম্বর জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সংস্থার ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করে দুদক। বিনা অনুমতিতে বিদেশে অবস্থান করা ও ৩টি বৈঠকে অনুপস্থিত থাকায় ওই বছরের ১৭ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে অপসারণ করে।

Leave A Reply

Your email address will not be published.