গাজীপুরে মেয়র পদের দৌড়ে ১২ প্রার্থী

0 86

অনলাইন ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াইয়ে নামছেন ১২ জন। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জমাদানের শেষ দিন পর্যন্ত তারা জমা দিয়েছেন নিজেদের মনোনয়নপত্র। এ ছাড়া অন্যান্য পদে আরও ৩৭২ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৮ মে প্রার্থীতা প্রত্যাহারের জন্য সময় রয়েছে। এরপর বোঝা যাবে, কারা থাকছেন লড়াইয়ের মাঠে।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রির্টানিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন। সাধারণ কাউন্সিলর পদে ২৯০ জন ও সংরক্ষিত আসনে ৮২ জন নারী কাউন্সিলর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফরিদুল ইসলাম আরও জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদে প্রার্থিতার জন্য ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩৪৩ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট  মো. আজমত উল্লা খান, জাতীয় পাটির মনোনীত এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গণফ্রন্টের আতিকুল ইসলাম ও জাকের পাটির মো. রাজু আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সরকার শাহানুর ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশীদ, মোহাম্মদ অলিউর রহমান, জায়েদা খাতুন ও মো. আবুল হোসেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ৮ মে এবং প্রতীক বরাদ্দ ৯ মে। ইভিএমের মাধ্যমে ২৫ মে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচন

 

Leave A Reply

Your email address will not be published.