তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী

0 116

অনলাইন ডেস্ক:

তুরস্ক ও সিরিয়ার সীমান্তে সোমবারের শক্তিশালী ভূমিকম্পে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়া গেছে। তাঁর নাম মো. গোলাম সৈয়দ রিংকু। ভূমিকম্পের এই ঘটনায় শত শত ভবন ধসে পড়েছে এবং চার হাজার ৩০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।

ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনস্যুল জেনারেল মোহাম্মদ নুরে আলম গণমাধ্যমকে বলেন, ‘রিংকু বগুড়ার বাসিন্দা। নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে নুরকে খুঁজে পাওয়া গেছে। তবে, রিংকু এখনও নিখোঁজ।’

রিংকুর বন্ধুরা তাঁকে আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী হিসেবে উল্লেখ করলেও আর কোনো বিবরণ দিতে পারেনি।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, ‘আমরা আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ রাখছি।’

Leave A Reply

Your email address will not be published.