অ্যালেন স্বপন ইজ ব্যাক…

0 105

অনলাইন ডেস্ক:

‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে স্পটলাইট ছিল ‘অ্যালেন স্বপন’ চরিত্রটার উপর। চট্টগ্রামের লোকাল ভাষা ও কিছু পাঞ্চলাইন দিয়ে ‘অ্যালেন স্বপন’ চরিত্র করা নাসির উদ্দিন খান সকলের নজর কেড়ে নিয়েছিল।

সেই অ্যালেন স্বপনকে নিয়েই ‘সিন্ডিকেট’র স্পিন-অফ সিরিজ হিসেবে শিহাব শাহীন নির্মাণ করছেন সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।যেখানে নাসির উদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণসহ দুর্দান্ত সব অভিনেতার দেখা মিলবে।

চরিত্রটা নিয়ে নাসির উদ্দিন খান বলেন, ‘অ্যালেন স্বপন চরিত্রটির সাথে নাসির উদ্দিন খানের তেমন কোনো মিল নেই তবে চরিত্রটি আমার খুব পছন্দের। মূল কারণ হলো অ্যালেন স্বপন একজন খারাপ মানুষ হলেও দর্শক তাকে ভালোবেসেছে। এবার এই স্বপনকে আরও বিস্তারিত জানা যাবে।’

রাফিয়াত রশিদ মিথিলাকে শায়লা চরিত্রে দেখা যাবে চরকির এই সিরিজে। এই চরিত্রটা নিয়ে তিনি বলেন, ‘শায়লা খুবই ইন্টারেস্টিং চরিত্র। এই চরিত্রের অনেকগুলো লেয়ার আছে, শেইপ আছে। যেগুলা প্রথমে দেখলে মনে হবে খুব সাধারণ হাউজ ওয়াইফ কিন্তু তা নয়৷ তার ভেতর অনেক গল্প আছে।’

পরিচালক শিহাব শাহীন বলেন, ‘সিন্ডিকেট করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রাটা এত জনপ্রিয় হবে। নাসিরের ক্রেডিট যে চরিত্রটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। তিনি অনেকে ভেবে-চিন্তে কাজ করেন। অনেকদিন আগে থেকে মিথিলার সঙ্গে কাজের অভিজ্ঞতা। অভিনয়ে মিথিলা নিজেকে অনেক ইম্রুভ করেছেন। তার এমন চমৎকার পরিবর্তনে আমি সারপ্রাইজড। সেই সঙ্গে এই সিরিজের সাথে যারা যুক্ত আছেন সবাই অনেক ভালো করেছেন।‘

চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিং এর মূল হোতা হয়ে ওঠার জার্নি উঠে আসবে ৬ পর্বের এই সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজে। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে হয়েছে এই সিরিজটির দৃশ্য ধারণ।

Leave A Reply

Your email address will not be published.