দ. আফ্রিকায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১০

0 150

অনলাইন ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি হাসপাতালের কাছে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত দশ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। জোহানেসবার্গের পূর্বদিকের নগরী বুকসবার্গে স্থানীয় সময় শনিবার ওই দুর্ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।

ট্যাঙ্কারটি একটি উড়াল সড়কের নিচ দিয়ে যাওয়ার সময় সেটির সঙ্গে জোরে ধাক্কা খেলে সেটি বিস্ফোরিত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে তাম্বো মেমোরিয়াল হাসপাতালের দূরত্ব মাত্র ১০০ মিটার।

বিস্ফোরণের প্রচণ্ড ‍ধাক্কায় হাসপাতালটির ছাদের একটি অংশ ধসে পড়ায় সেখানে থাকা রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই ট্যাঙ্কারটিতে তরল গ্যাস ছিল।

জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম অ্যান্টলাদি বলেন, ‘দেখে মনে হচ্ছে তরল গ্যাস ভরা একটি ট্যাঙ্কার উড়াল সড়কের নিচে দিয়ে যাওয়ার সময় আটকে যায় এবং প্রচণ্ড ধাক্কার কারণে সেটিতে আগুন ধরে যায়।’

অগ্নিনির্বাপক বাহিনী যখন সেটির আগুন নেভানোর কাজ করছিল তখন সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ধাক্কায় একটি ফায়ার ইঞ্জিন এবং দুইটি গাড়ি উড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের একজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে তিনি বড় ধরণের আগুন দেখতে পান।

Leave A Reply

Your email address will not be published.