জাপানে ভারি তুষারপাতে ১৩ জনের মৃত্যু

0 113

অনলাইন ডেস্ক:

জাপানের উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অংশে গত কয়েকদিনে ভারি তুষারপাতে অন্তত ১৩ জন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ১০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

জাপানের আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের উত্তরাঞ্চল এবং জাপান সমুদ্র উপকূলবর্তী এলাকায় আরো ভারি তুষারপাত ও তুষার ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে। শনিবার বিকাল পর্যন্ত যে ৮০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে তাদের মধ্যে ৩০ জনের আঘাত গুরুতর।

তুষার ঝড়ের কারণে উত্তরাঞ্চলে ট্রেন ও বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। এছাড়া, মধ্য ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও গাড়ি চলাচল ব্যাহত হয়েছে বলেও জানায় জাপানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএইচকে।

Leave A Reply

Your email address will not be published.