পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বললেন বাইডেন

0 131

অনলাইন ডেস্ক:

ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডে একটি রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে দু’জন নিহত হয়েছেন। এরপর-ই জরুরি বৈঠকে বসে ন্যাটোর শীর্ষ নেতারা। মিটিং শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোঁড়া নাও হতে পারে।

বুধবার ন্যাটোর এক জরুরি মিটিং শেষে তিনি এ কথা জানান। এর আগে মঙ্গলবার দেশটির সীমানায় এ হামলা হয়।

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার সাথে রাশিয়া জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন জানান, ‘প্রাথমিক তথ্য মতে, এই হামলার সাথে রাশিয়া জড়িত কিনা তা নিয়ে আপত্তি রয়েছে। আমরা সম্পূর্ণ তদন্ত না করা পর্যন্ত এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু ‘ট্রাজেক্টরি লাইন’ অনুযায়ী এটা রাশিয়ার হামলা নাও হতে পারে। তবে আমরা বিষয়টি আরো খতিয়ে দেখছি।’

বাইডেন আরো বলেন, যেকোনো প্রতিক্রিয়া করার আগে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোভুক্ত দেশগুলো বিষয়টি সম্পূর্ণভাবে তদন্ত করবে।

জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করায় বিশ্ব নেতারা এখন ইন্দোনেশিয়ার বালিতে অবস্থান করছেন। পোল্যান্ডে বিস্ফোরণের পর বাইডেন নিজেই জরুরি এ বৈঠকের আহ্বান জানান।

বৈঠকে ন্যাটোভুক্ত দেশ জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, ফ্রান্স এবং ব্রিটেন অংশ নেয়। এছাড়াও ন্যাটোভুক্ত দেশ না হয়েও জাপান এবং ইউ-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.