লকডাউন বিরোধী বিক্ষোভ : পুলিশের সাথে সংঘর্ষ

0 135

অনলাইন ডেস্ক:

চীনের দক্ষিণাঞ্চলে করোনা মোকাবেলায় নেয়া পদক্ষেপের বিরুদ্ধে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। ব্যতিক্রমী এ বিক্ষোভকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে।

এই এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানোয় লোকেরা প্রতিবাদে রাস্তায় নামে আসে। অনলাইনে পোস্ট করা ভিডিও থেকে এ কথা জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাত থেকে এ সংক্রান্ত ভিডিও পোস্ট করা হয়। এসব ভিডিওতে দেখা গেছে শিল্পাঞ্চল গুয়াংজুতে রাস্তায় শত শত লোক বিক্ষোভ করছে। এদের কাউকে কাউকে হাজমাত স্যুট পরা কর্মকর্তাদের সাথে ঝগড়া করতে দেখা গেছে।

ভিডিওতে বিক্ষোভকারীরা ‘আর কোনো পরীক্ষা নয়’ বলে শ্লোগান দেয়।

কর্মকর্তারা অক্টোবরের শেষে এ অঞ্চলে প্রথম লকডাউন ঘোষণা করে। সোমবার লকডাউনের সময় বুধবার রাত পর্যন্ত বাড়ানো হয়।

ওই এলাকায় করোনা সংক্রমণ দৈনিক এক হাজারের বেশি হওয়ায় নগর কর্মকর্তারা গত সপ্তাহে নয়টি জেলার বাসিন্দাদের জন্যে গণপরীক্ষা বাধ্যতামূলক করে।

এক কোটি ৮০ লাখ জনসংখ্যা অধ্যুষিত এই মেগা নগরীতে মঙ্গলবারও প্রায় দুই হাজার তিন শ’ লোক করোনায় আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীন করোনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

 

Leave A Reply

Your email address will not be published.