বন্যা-বিধ্বস্ত পাকিস্তানকে সাহায্যের আবেদন জাতিসঙ্ঘের

0 119

অনলাইন ডেস্কঃ

জাতিসঙ্ঘ পাকিস্তানকে সাহায্য করার জন্য মঙ্গলবার জীবন রক্ষার আবেদনে অর্থের পরিমাণ নাটকীয়ভাবে বাড়িয়ে তুলেছে। পাকিস্তানে জুন মাস থেকে যখন-তখন বৃষ্টিপাত, নদীর পানি বৃদ্ধি এবং শহরে আকস্মিক বন্যার সংমিশ্রণ বিশ্ব জলবায়ু পরিবর্তনে উদ্ভূত বিপর্যয় শুরু করেছে।

জেনেভা থেকে পাকিস্তান সরকারের সাথে যৌথভাবে করা আন্তর্জাতিক তহবিল আবেদনে ৮১ কোটি ৬ লাখ ডলার চাওয়া হচ্ছে। দুর্যোগের ব্যাপকতা এবং ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে আগস্টে জারি করা ১৬ কোটি ডলারের ফ্ল্যাশ আপিলের চেয়ে যা পাঁচ গুণ বেশি।

পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, বন্যায় প্রায় ২২ কোটি মানুষের দেশটির বিশাল এলাকা প্লাবিত হয়েছে। এই বিপর্যয়ে প্রায় ১ হাজার ৭০০ জন জীবন হারিয়েছেন। তাদের এক-তৃতীয়াংশ শিশু, এবং প্রায় ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশব্যাপী ৮৪টি জেলায় আক্রান্ত ৩ কোটি ৩ লাখ মানুষের মধ্যে ৭০ ভাগ নারী ও শিশু, আনুমানিক ৩৪ লাখ শিশুর সহায়তার প্রয়োজন।

Leave A Reply

Your email address will not be published.