কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ : নিহত বেড়ে ১৯

0 203

আাফগানিস্তানের রাজধানী কাবুলের ওয়াজির আকবর খান মসজিদের কাছে হওয়া এক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা অন্তত ৪২ জন। আহতদের বেশিরভাগ কাবুলের ইতালিয়ান ইমার্জেন্সি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার আলজাজিরা আরবি সরকারি একটি সূত্রে এই খবর নিশ্চিত করেছে।

কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলন, জুমার নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আব্দুল নাফি টাকোর বলেন, মসজিদের কাছে প্রধান সড়কে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

টাকোর আরো বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত চলছে। একইসাথে মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কাবুলের মসজিদগুলো এর আগেও একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে বোমা হামলায় ওয়াজির আকবর খান মসজিদটির ইমামসহ দু’জন নিহত হয়েছিলেন। আবারো সেই মসজিদটির কাছে বিস্ফোরণের ঘটনা ঘটল।

সূত্র : আলজাজিরা ও আনাদোলু এজেন্সি

 

Leave A Reply

Your email address will not be published.