চট্টগ্রামে সাতজনের করোনা শনাক্ত

0 136

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সাতজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সাতজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ছয় দশমিক ২৫ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল নয় দশমিক ৭৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর পাঁচজন, বাঁশখালীর একজন ও কর্ণফুলীর একজন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৯২৪ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৯০৭ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৮৩১ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
এস:এম:শিবা

 

Leave A Reply

Your email address will not be published.