করোনা আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৫০ লাখের কাছাকাছি

0 213

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৫০ লাখের কাছাকাছি। আর মৃতের সংখ্যা ৬৫ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ কোটি ৪৮ লাখ আট হাজার ৪৮৫ জনে। মৃতের সংখ্যা ৬৫ লাখ ২০ হাজার ৫৬৬ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৯ কোটি ৩৮ লাখ ২০ হাজার সাতজন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৭২ লাখ ৭০৬ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৭৬ হাজার ৩৪৩ জন।

আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৫ লাখ সাত হাজার ৮৮২ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ১৮৫ জনের।

এরপর আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৫৬১ জন। এক লাখ ৫৪ হাজার ৫৭৮ জন মারা গেছেন।

আক্রান্তে চতুর্থ এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। আক্রান্ত তিন কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৩৬২ জন। মৃত ছয় লাখ ৮৫ হাজার ৫৭ জন।

Leave A Reply

Your email address will not be published.