বিশ্বজুড়ে করোনায় মৃত-আক্রান্ত এক লাফে দ্বিগুণ 

0 133

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা এক লাফে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। মারা গেছে দুই হাজার ১৭২ জন। আর আক্রান্ত হয়েছে সাত লাখ তিন হাজার ৬২৩ জন।

এর আগে সোমবার করোনা আক্রান্ত হয়েছিল তিন লাখ ৯৫ হাজার ৯৫২ জন। মারা গিয়েছিল এক হাজার ১৬৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৪২ লাখ ৯৩ হাজার ৬২০ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ১৮ হাজার ১২৫ জন। আর সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ৭৬৪ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৭১ লাখ ৬৪ হাজার ৭৩২ জন। মৃতের সংখ্যা ১০ লাখ ৭৬ হাজার ৫৩ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪৫ লাখ চার হাজার ৯৪৯ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৮ হাজার ১৮৫ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৭ লাখ ২২ হাজার ৭১১ জন। মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৫২৯ জন।

Leave A Reply

Your email address will not be published.