বিশ্বে করোনায় আরও ১১১৭ মৃত্যু, শনাক্ত ৭ লাখ ৩২ হাজার

0 392

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে এক হাজার ১১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৪৯৯ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫ হাজার ৭৯০ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৯০ হাজার ৩২৪ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ২০২ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪৯ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৯৯৭ জন।

আজ মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ হাজার ৯৩৩ জন রোগীর শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১০৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৬০৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ২৬ হাজার ৮৯৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ১৩ লাখ ২৭ হাজার ১৩১ জন।

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০৭৮ জনের। তবে এ সময়ে কারো মৃত্যুর খবর ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া যায়নি। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ৩১ লাখ ২৪ হাজার ৮৭৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২৪ হাজার ২৪১ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৮৯ জন, ইতালিতে ১০২ জন, ফ্রান্সে ১২৬ জন, যুক্তরাজ্যে ১৭৬ জন, জার্মানিতে ৮৬ জন, রাশিয়াতে ৮৯ জন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২৬ দিন করোনায় মৃত্যুশূন্য রয়েছে দেশ।

Leave A Reply

Your email address will not be published.