নিউইয়র্কে সুপারমার্কেটে গোলাগুলি, নিহত ১০

0 376

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপার মার্কেটে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছেন। দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) বিকেলে নিউইয়র্কের বাফোলেতে এই ঘটনা ঘটে। খবর- বিবিসি।

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া বলেন, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। এ ঘটনায় তারা ১৮ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে। ঘটনাটিকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে আটককারীর নাম প্রকাশ করেনি পুলিশ।

সুপারমার্কেটে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে গুলি করে হত্যা করে ওই হামলাকারী।

সন্দেহভাজন ব্যক্তি শনিবার বিকেলে একটি ব্যস্ত সুপার মার্কেটে গুলি চালানোর আগে প্রবেশ করে। পুলিশ জানিয়েছে, তিনি অনলাইনে হামলা চালানোর জন্য একটি ক্যামেরা ব্যবহার করেছিলেন। আহত ব্যক্তিরা যারা সকলেই সুপারমার্কেটে কাজ করেছিল- তাদের জীবন-হুমকির আঘাত টিকেনি৷

এফবিআই-এর বাফোলে অফিসের দায়িত্বে থাকা এজেন্ট স্টিফেন বেলঙ্গিয়া একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এই ঘটনাটিকে ঘৃণামূলক অপরাধ এবং জাতিগতভাবে অনুপ্রাণিত সহিংস চরমপন্থার মামলা হিসাবে তদন্ত করছি।’

Leave A Reply

Your email address will not be published.