ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া

0 352

আজ শনিবার ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া।

ফিনল্যান্ডের বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিনগ্রিড জানিয়েছে, রাশিয়ার বিদ্যুৎ সংস্থা ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে ‘বাজারে বিক্রি করা বিদ্যুতের দাম পেতে সমস্যায় পড়ায়’।

এদিকে ফিনল্যান্ডে এমন সময় রাশিয়ার বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার খবর আসল যখন ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

এর আগে বৃহস্পতিবার খবর বের হয়েছিল ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে চাওয়ায় তাদেরকে গ্যাস দেওয়া বন্ধ করে দেবে রাশিয়া। তবে গ্যাস নয় এখন ফিনল্যান্ডকে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিতে যাচ্ছে পুতিনের দেশ।

ফিনল্যান্ড অবশ্য রাশিয়ার কাছ থেকে তাদের পুরো চাহিদার মাত্র ১০ ভাগ বিদ্যুৎ ক্রয় করে থাকে।

আর ফিনগ্রিড জানিয়েছে, রাশিয়ার বিদ্যুতের যে ঘাটতি তৈরি হবে সেটি তারা পূরণ করবে নিজেদের বিদ্যুৎ উৎপাদন আরও বাড়িয়ে দিয়ে এবং সুইডেন থেকে বিদ্যুৎ ক্রয় করে।

ফিনল্যান্ডের এ কোম্পানিটি জানিয়েছে, ২০২৩ সালের মধ্যে ফিনল্যান্ড বিদ্যুতের ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ হবে।

 

Leave A Reply

Your email address will not be published.