‘শহীদ আফ্রিদি মিথ্যাবাদী, চরিত্রহীন’

0 263

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মিথ্যাবাদী ও চরিত্রহীন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া। তার দাবি, আফ্রিদির কারণেই তার ক্যারিয়ার সামনে এগোয়নি। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে।

সংবাদ মাধ্যম আইএএনএসকে কানেরিয়া বলেছেন, ‘আমি হিন্দু হওয়ার কারণে বঞ্চিত হয়েছি। শোয়েব আখতার এই কঠিন সত্যটা সবার আগে জনসম্মুখে বলতে পেরেছেন। তাকে ধন্যবাদ। যদিও পরে আর কোন কথা তিনি এ নিয়ে বলেননি।’

তিনি বলেন, ‘সত্যিই আমি অবহেলিত হয়েছি। সবচেয়ে ঝামেলা ছিল আফ্রিদির। আমরা লেগ স্পিনার হিসেবে খেলতাম। সেজন্য ও আমাকে ওয়ানডে ফরম্যাটে খেলতে দিতো না। দলে রাখতে চাইতো না। কারণ ও একজন মিথ্যুক, চরিত্রহীন, কুচক্রী। যে নানান জনের কাছে বানিয়ে বানিয়ে নানান কথা বলেছে।’

দানিশ কানেরিয়া দাবি করেন, ম্যাচ পাতানোর দায়ে পাকিস্তানের অনেকেই নিষিদ্ধ হয়েছেন। আবার তাদের নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হয়েছে। কিন্তু তার নিষেধাজ্ঞা উঠছে না। তিনি যার কারণে ফিক্সার হিসেবে দোষী করা হয়েছে সে আফ্রিদির কাছের বন্ধু বলেও দাবি করেছেন।

কানেরিয়া বলেন, ‘আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। জানি না কেন আমাকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। অনেকের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কিন্তু আমাকে কেন অন্য চোখে দেখা হচ্ছে জানি না। বোর্ডকে বলবো, আমার নিষেধাজ্ঞা তুলে নিন। আমি তো এই বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলবো না। বোর্ডে চাকরিও দিতে হবে না। কেবল আমার শান্তি ফিরিয়ে দেন।’

Leave A Reply

Your email address will not be published.