দেশে করোনায় আরও একটি মৃত্যুহীন দিন

0 141

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১১৬ জনের দেহে । এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জনে। শনাক্তের হার এক দশমিক ছয় শতাংশ।

আজ সোমবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১০ হাজার ৯২৭টি।পরীক্ষা করা হয় ১০ হাজার ৮৯৯টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২১ শতাংশ।

গতকাল রবিবার (২০ মার্চ) ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন দেশে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.