আজ তুরস্কে রুশ-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে শান্তি আলোচনা

0 145

ইউক্রেনে রুশ হামলার পর এটিই হবে উভয় পক্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। এতে অংশগ্রহণ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও। দু’দেশের প্রতিনিধিরা ইতোমধ্যে তুরস্কে পৌঁছেছেন।

আজ বৃহস্পতিবার (১০মার্চ) রুশ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কে শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন।

তুরস্কের আনাতোলিয়া শহরে উভয়পক্ষের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান রুশ-ইউক্রেন আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। তিনি আশা করছেন, আলোচনার মধ্য দিয়ে রক্তক্ষয়ী এ সংকট মোকাবেলা সম্ভব হবে। এছাড়া এটি অস্ত্রবিরতিতেও সহায়ক হবে।

এর আগে উভয়পক্ষের মধ্যে বেলারুশে একাধিক বৈঠক হয়েছে। তবে সেসব বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অংশ নিলেও রাশিয়ার মন্ত্রী পর্যায়ের কেউ অংশ নেয়নি।

আনাতোলিয়ার এ বৈঠকে থাকছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুশওলুও। ন্যাটো সদস্য তুরস্কের সাথে রাশিয়া ও ইউক্রেন উভয়েরই রয়েছে ভালো সম্পর্ক।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। দু’সপ্তাহের অব্যাহত রুশ হামলায় ইউক্রেনের লাখ লাখ লোক প্রতিবেশী দেশসমূহে আশ্রয় নিয়েছে।

দু’দেশের অব্যাহত যুদ্ধের মধ্যেই তুরস্কে এ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র : বাসস

Leave A Reply

Your email address will not be published.