রাশিয়ার হামলা হতে পারে আজ, ইউক্রেনে ঐক্যের ডাক

0 149

রাশিয়া আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) হামলা শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এজন্য আজকের দিনটিকে ‘ঐক্য দিবস’ পালনের ঘোষণা দিয়েছে ইউক্রেন। এজন্য দেশটিতে সর্বত্র জাতীয় পতাকা ওড়াতে এবং জাতীয় সংগীত গাইতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশ্ব গণমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, আজকের দিনটিতে হামলা হতে পারে বলে পশ্চিমা মিডিয়াগুলোর সংবাদের সমালোচনা করে এই দিবসের ঘোষণা দেন জেলেনস্কি। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তারা বলছে, ১৬ ফেব্রুয়ারি হামলা হবে। আমরা এটিকে ঐক্যের দিন হিসেবে পালন করব। বুধবার রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার কথা জানিয়ে তারা আবারও আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। আর তাই, এই দিনে আমরা আমাদের জাতীয় পতাকা ওড়াব, হলুদ এবং নীল রঙের ব্যানার পরব এবং পুরো বিশ্বের সামনে আমাদের ঐক্য তুলে ধরব। এদিকে গত বছরের শেষ দিকে ইউক্রেন সীমান্তে লাখ লাখ সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করে রাশিয়া। এরপর থেকে রাশিয়ার বিরুদ্ধে হামলা পরিকল্পনার অভিযোগ করে আসছে পশ্চিমারা। সম্প্রতি যুক্তরাষ্ট্র জানায়, যে কোনো সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে।

Leave A Reply

Your email address will not be published.