ইংরেজি সাইনবোর্ডে কালো কালি লাগাচ্ছে চসিক

0 320

বাঙালির কাছে এই মাস ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস। তাই ফেব্রুয়ারির শুরুতেই চট্টগ্রাম নগরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ইংরেজিতে লেখা নামফলকে (সাইনবোর্ড) কালো কালি লাগিয়ে দিচ্ছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কাজীর দেউড়ি মোড়ে এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

তিনি বলেন, নামফলকে বাংলার ভাষার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল চসিক। এছাড়া চসিকের ট্রেড লাইসেন্স শাখা সচেতন করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকে আমরা অভিযান শুরু করেছি। প্রথম দিন কাজীর দেউড়ি মোড়ের এলিগ্যান্ট সিরামিক নামের একটি প্রতিষ্ঠানকে ইংরেজি নামফলকের জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইংরেজি নামফলকে কালো রং লাগিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.