পরিদর্শক লিয়াকত ও নন্দদুলালের সক্রিয় ভূমিকা প্রমাণিত

0 448

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় পড়া শুরু করেছেন বিচারক।

আজ সোমবার (৩১ জানুয়ারি) বিকেল আড়াইটার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে ১৫ আসামির বিরুদ্ধে রায় পড়া শুরু করেন। কাঠগড়ায় প্রদীপসহ ১৫ আসামিকে হাজির করা হয়েছে।

সিনহা হত্যা মামলার রায় পড়াকালে আদালত বলেন, মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। এ হত্যাকাণ্ডে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ও বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতের সক্রিয় ভূমিকা প্রমাণিত বলে আদালতের পর্যবেক্ষণে বলা হয়।

সিনহা হত্যা মামলার রায় ঘিরে আদালতপাড়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। আদালতপাড়ার প্রধান ফটক থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন তারা।

এর আগে গত ১২ জানুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে রায় ঘোষণার জন্য আজ সোমবার (৩১ জানুয়ারি) দিন ধার্য করেন।

Leave A Reply

Your email address will not be published.