রাজধানীর ঘাতক ট্রাক চালক চট্টগ্রাম থেকে গ্রেফতার

0 213

রাজধানীর বেইলি রোডে বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে ট্রাকচাপায় এক ডিম বহনকারী ভ্যান চালকের নির্মম মৃত্যু হয়েছে। এ  ঘটনায় ঘাতক ট্রাক চালক মো. জসিম উদ্দিন’কে চট্টগ্রাম জেলার চাঁদগাও থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ জানুয়ারি  রাজধানীর বেইলি রোডে ভোর সাড়ে ৫টার দিকে একটি সিমেন্ট কোম্পানীর ট্রাক বেপরোয়া গতিতে চালানোর কারণে ডিম বহনকারী ২টি ভ্যানকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রথম ভ্যান চালক তুহিন (৩০) রাস্তায় ছিটকে পড়ে আহত হয় এবং দ্বিতীয় ভ্যানের চালক নূর আলম (৩৩) ট্রাকের নিচে চাপা পড়ে। ফলে ভ্যান দুটি দুমড়ে- মুচড়ে যায়।

ঘটনাস্থল হতে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর আলম’কে মৃত ঘোষণা করেন। চিকিৎসা শেষে তুহিনকে হাসপাতাল হতে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনা পরবর্তীতে ঘাতক ড্রাইভার ট্রাকটি রেখে পালিয়ে যায় বলে জানান মঈন।

দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করলে র‌্যাব গত ২৬ জানুয়ারি চট্টগ্রাম জেলার চাঁদগাও হতে ঘাতক ট্রাকের চালক মো. জসিম উদ্দিন (৩২)কে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম জানায়, সে প্রায় ১০ বছর যাবৎ গাবতলীর ট্রাক স্ট্যান্ড হতে বিভিন্ন স্থানে ইট/বালু বহনকারী ট্রাক চালাত। সে চলতি মাসের প্রথম দিকে ওই সিমেন্ট কোম্পানীতে মাসিক ৮ হাজাট টাকা বেতনে ট্রাক চালক হিসেবে যোগদান করে। ঘাতক ট্রাকটি সে ১ মাস যাবৎ চালিয়ে আসছে।

Leave A Reply

Your email address will not be published.