হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন

0 155

লক্ষ্মীপুরের রায়পুরে আবদুল মান্নান নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনায় পিতা ও পুত্রের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদন্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন স্থানীয় উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা ফিরোজ আলম (৫০) ও তার ছেলে জুয়েল (২০)।

আজ বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী হলেন, নিহত আবদুল মান্নানের পিতা ইসমাইল জবি উল্যা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই সকালে রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে দালাল বাড়িতে আবদুল মান্নানকে পিটিয়ে এবং গলাটিপে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। এ ঘটনায় ওইদিন রায়পুর থানায় নিহতের পিতা ইসমাইল জবি উল্যা ঘটনার সঙ্গে জড়িত ফিরোজ আলম ও তার ছেলে জুয়েলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ২৫ ডিসেম্বর এ মামলায় চার্জশিট দাখিল করেন পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্ত দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেন মামলার বাদী ইসমাইল জবি উল্যা।

Leave A Reply

Your email address will not be published.