সৌদিফেরত যাত্রীর লাগেজ থেকে ১০ সোনার বার উদ্ধার

0 498

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব ফেরত এক যাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। পরে তাকে গ্রেফতার করা হয়। বুধবার রাতে ঢাকা কাস্টম হাউসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তির নাম সাদ্দাম হোসেন। তার বাড়ি বগুড়ায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানায় ঢাকা কাস্টম হাউস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেলে সাড়ে ৩টায় বগুড়ার বাসিন্দা সৌদি আরব থেকে বিজি-৪০৪০ নামে একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার লাগেজ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ের সময় লাগেজের ভেতরে সোনার অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।

পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে সাদ্দামের ব্যাগ থেকে ১০টি সোনার বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ১৬০ গ্রাম। জব্দ সোনার বারের আনুমানিক বাজারমূল্য ৭৩ লাখ টাকা বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Leave A Reply

Your email address will not be published.