আর্জেন্টিনায় করোনায় মৃত্যু ১ লাখ ও বেশি

0 173

আন্তজাতিক ডেস্ক :

আর্জেন্টিনায় করোনা আক্রান্ত হয়ে রোগী মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। লাতিন আমেরিকার পঞ্চম দেশ হিসেবে রোগী মৃত্যুতে লাখের ঘরে পৌঁছাল আর্জেন্টিনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটির স্বাস্থ্য ব্যবস্থার অবনতির সঙ্গে অর্থনৈতিক সঙ্কটও তৈরি হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৪ জুলাই) আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নতুন করে করোনায় ৬১৪ জনের মৃত্যু হয়েছে। যার ফলে আর্জেন্টিনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৫০ জনে। আর মহামারি শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৪৭ লাখের বেশি মানুষ।
স্থানীয় সময় বুধবার (১৪ জুলাই) আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নতুন করে করোনায় ৬১৪ জনের মৃত্যু হয়েছে। যার ফলে আর্জেন্টিনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৫০ জনে। আর মহামারি শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৪৭ লাখের বেশি মানুষ।

বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় গতকাল বুধবার নতুন করে ৬১৪ জন কোভিড রোগীর মৃত্যুর পর ভাইরাসটিতে লক্ষাধিক প্রাণহানির এক দুঃখজনক মাইলফলক পেরোয় আর্জেন্টিনা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং করোনার সার্বক্ষণিক পরিসংখ্যান প্রকাশ করে আসা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া হিসাব অনুযায়ী আর্জেন্টিনায় এখন পর্যন্ত করোনার আক্রান্ত হয়ে ১ লাখ ২৫০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৪৭ লাখের বেশি।

লাতিন আমেরিকায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি আর্জেন্টিনা। সংক্রমণের চূড়া শেষে গত মাস থেকে আক্রান্ত কিছুটা কমায় হাসপাতালের আইসিইউ শয্যায় রোগী ভর্তির সংখ্যা কমছে। তবে ৬০ শতাংশ আইসিইউ এখনো করোনা রোগীতে পূর্ণ।

লাতিন অঞ্চলের স্বাস্থ্য বিষয়ক সংগঠন প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) প্রধান ক্যারিসা এতিয়ানে গত বুধবার সতর্ক করে বলেছেন, দেশে আরও একবার করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে।

দ্বিতীয় দফায় করোনার প্রকোপ ঠেকাতে চলতি বছরের শুরুতে দেশজুড়ে লকডাউন নিষেধাজ্ঞা জারি করেছিল আর্জেন্টিনা সরকার। এর মধ্যে কিছু নিষেধাজ্ঞা আবারও জারি করা হয়েছে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশটির সীমান্তেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ গত সপ্তাহে বলেছেন, করোনার হওয়া প্রতিটি মৃত্যুর জন্য আমার অনুশোচনা হচ্ছে। আমি নিশ্চয়তা দিচ্ছি আর্জেন্টিনার প্রত্যেক নারী-পুরুষকে টিকা দেওয়া বন্ধ হবে না। আমরা টিকা দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।

 

Leave A Reply

Your email address will not be published.