যথাসময়েই হবে মেডিকেল ভর্তি পরীক্ষা-স্বাস্থ্যমন্ত্রী

0 142

যেহেতু দেশে করোনা মহামারির চলছে। তাই আমরা স্বাস্থ্যবিধি মেনে, সিকিউরিটি মেনেই পরীক্ষার ব্যবস্থা করবো। তবে এক্ষেত্রে সবাই মিলে সুন্দরভাবে কাজটা করলে সফলতার সঙ্গে করা সম্ভব।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ২০২০-২১ সেশনে মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে।

আজ বুধবার(২৪ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরও বলেন, পরীক্ষাস্থলে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। তিনি এ সব বিষয় দেখবেন। যদি কোনো সমস্যা হয় উনি সেটা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, আগামী ২ এপ্রিল দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.