একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলার সাংগঠনিক সভা সম্পন্ন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলার সাংগঠনিক সভা সম্পন্ন হয়েছে। গতকাল (৯ মার্চ) নগরীর চেরাগী পাহাড়স্থ চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন মিলনায়তনে এ সভা সম্পন্ন হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে ১৫ মার্চ সাধারণ শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ প্রদান, ২৫ মার্চ গণহত্যার কালো রাত্রি স্মরণে আলোর মিছিল এবং আগামী ৯ এপ্রিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজন, সংগঠনের বিভিন্ন শাখা কমিটি গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা।

সংগঠনের জেলা সহ-সভাপতি দীপঙ্কর চৌধুরী কাজলের সভাপতিত্বে গত ৯ মার্চ, নগরীর চেরাগী পাহাড়স্থ চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন মিলনায়তনে সাংগঠনিক সভায় এসব সিদ্ধান্ত গৃহিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি।

সংগঠনের কার্যকরি সাধারণ সম্পাদক অলিদ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, আবু সাদাত মো. সায়েম, আবদুল মান্নান শিমুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খান, সহ-সাংগঠনিক সম্পাদক মিথুন মল্লিক, মো. সাহাব উদ্দিন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সূচিত্রা গুহ টুম্পা, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুবেল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রাজীব চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মুক্তা জামান, কানিজ ফাতেমা, মো. জামশেদুল ইসলাম চৌধুরী, জমীরুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রাম
Comments (0)
Add Comment