করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা, প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর


অক্টোবর, নভেম্বর থেকে আরেকবার করোনা সংক্রমণ বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্কের ব্যবহারে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মসজিদে প্রতিদিন জোহর ও মাগরিবের নামাজের সময় মাস্ক পরা নিয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।

সচিব আরো বলেন, ‘দ্বিতীয়বার করোনা সংক্রমণের আশঙ্কায় প্রস্তুতি ও পরিকল্পনা নিতে আগামীকাল মঙ্গলবার আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে মেডিকেল শিক্ষায় গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা আইন ২০২০’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এর ফলে খুলনা বিভাগের মেডিকেল কলেজসহ চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন থাকবে।

এ ছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশন আইন ২০২০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

Comments (0)
Add Comment