করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা, প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

0 109


অক্টোবর, নভেম্বর থেকে আরেকবার করোনা সংক্রমণ বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্কের ব্যবহারে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মসজিদে প্রতিদিন জোহর ও মাগরিবের নামাজের সময় মাস্ক পরা নিয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।

সচিব আরো বলেন, ‘দ্বিতীয়বার করোনা সংক্রমণের আশঙ্কায় প্রস্তুতি ও পরিকল্পনা নিতে আগামীকাল মঙ্গলবার আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে মেডিকেল শিক্ষায় গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা আইন ২০২০’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এর ফলে খুলনা বিভাগের মেডিকেল কলেজসহ চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন থাকবে।

এ ছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশন আইন ২০২০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.