নিন্টেন্ডো বছরে ৩ টি করে গেইম রিলিজ করার কথা বিবেচনা করছে

নিন্টেন্ডো এর প্রেসিডেন্ট তাতসুমি কিমিশিমা এবং জাপান ভিত্তিক মিডিয়া আউটলেট কিওতো এনপি এর মধ্যে একটি সাক্ষাতকারের উপর ভিত্তি করে এটি জানা যায় যে নিন্টেডো হয়তো তাদের মোবাইল গেইমের জগত শুধু সুপার মারিও রান পর্যন্তই সীমাবদ্ধ রাখবে না। কিমিশিমা বলেন যে কোম্পানিটি ২০১৭ থেকে বছরে দুই থেকে তিনটি গেইম প্রকাশ করবে। নিন্টেন্ডো ইতিমধ্যে ফায়ার এমব্লেম এবং অ্যানিম্যাল ক্রসিং এই দুইটি গেইম রিলিজ করার কথা পরিকল্পনা করছে। এছাড়াও তারা ২০১৭ সালে সুপার মারিও রান এর অ্যানড্রোয়েড ভার্সন নিয়ে আসবে।

স্মার্টফোন অ্যাপ মিতমো এর পর সুপার মারিও রান ছিল কোম্পানিটির মোবাইল গেইমে প্রথম পরিপূর্ণ পদক্ষেপ। সুপার মারিও রান গেইমটি শুধু আইওএস এই খেলা যাবে এবং এটি ফ্রী তবে ফুল ভার্সন খেলতে হলে .৯৯ ডলার দিয়ে গেইমটি কিনতে হবে। এই গেইমটি ইতিমধ্যে ৪০ মিলিয়ন বার ডাউনলোড করা হয়। সুতরাং এখানে বিস্ময়ের কিছু নেই যে নিন্টেডো আগত বছরগুলোতে আরো গেইম রিলিজ করতে চাইবে। কিমিশিমা বিশ্বাস করেন যে সুপার মারিও রানের ডাউনলোড ১০০ মিলিয়ন পর্যন্ত পৌঁছাবে।

Nintendo mobile games
Comments (0)
Add Comment