বাংলাদেশ এখন ডিজিটাল প্ল্যাটফর্মে: আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেকচার সজিব ওয়াজেদ জয়ের হাত ধরে ১৩ বছরে দেশ ডিজিটাল হয়েছে। প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ আজ ডিজিটাল প্লাটফর্মে দাঁড়িয়েছে। তিনি বলেন, মহামারি করোনায় স্কুল-কলেজ চলেছে। কোরবানির হাটে প্রযুক্তির সহায়তায় গরু বিক্রি হয়েছে। বিগত ২২ মাসে লাখ লাখ রোগী টেলিমেডিসিনে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

আজ শনিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় নাটোরের সিংড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের জন্য প্রাপ্ত শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং কৃষকদের গার্ডেন টিলার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক আরো বলেন, ৯৯৯ এর মাধ্যমে প্রায় ৫ কোটি মানুষকে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা দিয়েছে সরকার। করোনায় কর্মহীন পরিবারের মাঝে ৩৩৩ এর মাধ্যমে খাদ্য বিতরণ করা হয়েছে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে করোনার ভ্যাকসিন রেজিস্ট্রেশন করা হয়েছে প্রায় ৯ কোটি মানুষের।

দেশী টুয়ের্ন্টিেফোরবাংলাদেশ এখন ডিজিটাল প্ল্যাটফর্মে: আইসিটি প্রতিমন্ত্রী
Comments (0)
Add Comment