এলজিতে ৮৮০ মিলিয়র ডলার বিনিয়োগ করতে চায় গুগুল

LG bendable display
নতুন প্রজন্মের ওএলইডি (অর্গানিক লাইট এমিটিং ডায়োড) ডিসপ্লে তৈরির জন্য গুগুল অন্তত ৮৮০ মিলিয়র ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে দক্ষিন কোরিয়ার এলজিকে। গুগুল চায় এলজি ডিসপ্লে কো: লিমিটেড তাদের ওএলইডি প্রযুক্তির ডিসপ্লে স্মার্ট ফোন এর স্ক্রীন এ ব্যবহার করার জন্য আরো উন্নত করবে। গুগুল তাদের নতুন পিক্সেল ফোনে ভাজ যোগ্য ডিসপ্লে ব্যবহার করতে চায় যা ইতিমধ্যে স্যামসাং বাজারজাত করে ফেলেছে। এবং এপল এর পরবর্তি সংস্করন আইফোন ৮ এ এই ডিসপ্লেটি ব্যবহার হবে বলে জানা গেছে যা এপল এই বছরেই বাজারে আনতে যাচ্ছে। এলজি এ বিষয়ে এখনি কোন মন্তব্য করেনি।
Google pixel with LG bendable displayLG bendable for google pixelLG Flexible Display
Comments (0)
Add Comment