সাঙ্গুর তীরে বাড়ছে বাদামের চাষ

বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। দেশের মানুষ নানানভাবে কৃষি কাজের সাথে জড়িত। ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতেও। দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ বিভিন্ন কৃষি কাজের মাধ্যমে সাবলম্বী হয়ে আসছে।

সম্প্রতি দেশের পাহাড়ি অঞ্চল বান্দরবানে সাঙ্গু নদীর তীরে বাড়ছে বাদামের চাষ। মাটি উর্বর হওয়ায় খরচও কম। বান্দরবানের সাংগু নদীর তীরজুড়ে এখন বাদাম তোলার ব্যস্ততা। এবছর নদী তীরবর্তী বালাঘাট, ভরাখালী এবং ক্যামলংসহ বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ জমিতে হয়েছে বাদামের আবাদ। এখানকার মাটি উর্বর হওয়ায় দিতে হয় না কোন অতিরিক্ত সার কিংবা কীটনাশক। ফলে বীজ রোপনের পর তিনমাসের মধ্যেই হয় ফলন।

এখানকার বাদামের মান ভালো হওয়ায় প্রতিবছর বাজারজাত হয় দেশের বিভিন্ন অঞ্চলে। তবে জেলায় কোন বাজারশেড না থাকায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষীরা। যদিও কৃষকরা যাতে বাদামের প্রত্যাশিত দাম পায় সেজন্য আধুনিক সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথা বলছে কৃষি বিভাগ।

দেশে ধানের পরিবর্তে মানুষ অন্যান্য ফল ও ফুলের চাষ করে যাচ্ছে। করছে বাদামসহ বিভিন্ন প্রজাতির সবজির চাষ। এবছর বান্দরবানে বাদামের আবাদ হয়েছে ১ হাজার ১শ ৩৫ হেক্টর জমিতে। গেল বছর ১ হাজার ৪৩ হেক্টর জমিতে বাদাম উৎপাদন হয় ২ হাজার ৪শ মেট্রিক টনের বেশি। কৃষকরা আশা করছে বাজারে তারা নায্যমূল্য পেলে সামনে আরো বড়ো পরিসরে এ চাষ করতে পারবে।

কৃষিচট্টগ্রামবাদাম
Comments (0)
Add Comment