প্রধানমন্ত্রীর সাথে মালদ্বীপের প্রেসিডেন্টের বৈঠক, ৪ চুক্তির সই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন ঢাকা সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চারটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে মালদ্বীপের প্রেসিডেন্টকে স্বাগত জানান শেখ হাসিনা।

প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ একান্ত বৈঠক করেন। পরে দুই দেশের প্রতিনিধি দল দ্বিপক্ষীয় বৈঠকে বসে। সেই বৈঠকে দুই দেশের পক্ষে সংশ্লিষ্টরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বাংলাদেশ-মালদ্বীপের ৪ সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে, ‘জয়েন্ট কমিশন ফর কম্প্রিহেনসিভ কোঅপারেশন’,  ‘বাইলেটারাল ফরেইন অফিস কনসাল্টেশন’, সামুদ্রিক মৎস্য আহরণে সহযোগিতা’ এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক কর্মসূচি বিনিময় বিষয়েও সমঝোতা সাক্ষর করেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর সাথে বঙ্গভবনে রাষ্ট্রীয় ভোজে যোগ দেবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।

গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনের সফরে বুধবার ঢাকায় পৌঁছান মালদ্বীপের প্রেসিডেন্ট। আজ রাতে রাষ্ট্রীয় ভোজের পর মালদ্বীপ ফিরে যাবেন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

ইব্রাহিম মোহাম্মদ সলিহপ্রধানমন্ত্রী শেখ হা‌সিনাবাংলাদেশমালদ্বীপ
Comments (0)
Add Comment